site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
শিবিরের নামে ধর্ষণ মিথ্যা প্রপাকান্ডার সঠিক নিউজ
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 15 মার্চ 2025, 12:38 রাত
news-banner

বরিশালের গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পরকীয়া প্রেমিক মো. মাইনুল ইসলাম পলাশ ফকির (২৬) ও সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর খানম (২৫)-কে হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃত পলাশ ফকির গৌরনদী উপজেলার বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।

এ বিষয়ে গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন বিডি এডিশনকে জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তি উপজেলা শিবিরের নেতা—এই তথ্য সঠিক নয়। বর্তমানে তিনি শিবিরের কর্মী নন। তিনি একজন মসজিদের ইমাম এবং তার বাড়ি পাশের উপজেলায়। ফলে তিনি গৌরনদী উপজেলার কোনো নেতা নন বলেও জানান জামায়াতের এই নেতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরপুর গ্রামের ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বিডি এডিশনকে জানান, ঘটনাটি ঘটেছে তবে ওই ইমাম শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বিডি এডিশনকে বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন মসজিদের ইমাম—এ তথ্য তিনি শুনেছেন। তবে তিনি শিবিরের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে নিশ্চিত নন। তিনি আরও জানান, পলাশ ফকিরের বাড়ি পাশের উপজেলায় এবং তিনি এলাকায় আসার সময়ও বেশি হয়নি।

মামলার বাদী গৌরনদী থানার এসআই জুলেল হাওলাদার জানান, গভীর রাতে ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পলাশ ফকির ও ঝুমুর খানমকে আটক করা হয়। তবে স্থানীয় কেউ অভিযোগ না করায়, তিনি নিজে বাদী হয়ে পেনাল কোডের ২৯০ ধারায় জনসাধারণের বিরক্তি সৃষ্টি করার অপরাধে মামলা করেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনূস মিয়া বিডি এডিশনকে জানান, পরকীয়ার অভিযোগে গ্রেপ্তার মসজিদের ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির ও ঝুমুর খানমকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।