
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ (সোমবার) পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠককে ঘিরে পুলিশের ভেতরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন দাবি উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এর মধ্যে থাকবেন দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সদরদপ্তরের ডিআইজি এবং অতিরিক্ত আইজিপিরা। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, চ্যালেঞ্জ ও সংস্কার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি ওঠার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পুলিশের নিরপেক্ষতা ও প্রভাবমুক্ত থাকার বিষয়ে আলোচনা চলছিল। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।
পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, স্বাধীন পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন, যা পুলিশের কর্মপদ্ধতি নিরীক্ষা করবে। কমিশনের সদস্যদের মধ্যে একজন আইনজ্ঞ, অবসরপ্রাপ্ত আইজিপি, সমাজবিজ্ঞানী এবং একজন মানবাধিকারকর্মী থাকবেন। তবে পুলিশের একাংশ এই সুপারিশের বিরোধিতা করছে। তারা মনে করছেন, কমিশন গঠনের সুপারিশ বাস্তবায়ন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে, যা পুলিশ বাহিনীকে উজ্জীবিত করবে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈঠকে পুলিশ সদস্যদের চাওয়া-পাওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে।
এ বৈঠকের ফলাফল দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কী পরিবর্তন আনে, তা নিয়ে সাধারণ মানুষেরও কৌতূহল রয়েছে।