site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
৩০ জুন পর্যন্ত বাড়লো গুম তদন্ত কমিশনের মেয়াদ
প্রকাশিত: ইমরান 18 মার্চ 2025, 12:08 দুপুর
news-banner
দেশে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত বছরের ২৭ আগস্ট সরকার ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে। পরে ১৫ সেপ্টেম্বর কমিশনের দায়িত্ব ও প্রতিবেদন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনা হয়।

কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। পাঁচ সদস্যের এ কমিশন তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের শর্তে কাজ শুরু করেছিল। কিন্তু তদন্তের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হওয়ায় কমিশনের মেয়াদ বাড়ানো হয়।

কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ তদন্ত করছে।

তদন্তের মূল লক্ষ্য গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্তকরণ ও গুমের পরিস্থিতি নির্ধারণ করা। এজন্য গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কমিশনের কাজ চলমান থাকায় এখন পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। ফলে সরকারের নির্দেশে আরও সাড়ে তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে। ৩০ জুনের মধ্যে তদন্ত শেষ করে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।