
শুক্রবার শাহবাগে সমাবেশ ডেকেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শুক্রবার শাহবাগে সমাবেশ ডেকেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং আন্দোলন দমনে সংঘটিত বর্বরতার বিচারে ছাত্র সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর ফটকের দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ সমাবেশ।
জুলাই বিপ্লবের পর এই প্রথম কোনো সমাবেশ ডেকেছে অভ্যুত্থানের অন্যতম রূপকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘মার্চ ফর প্রোক্লেমেশন অ্যান্ড জাস্টিস’ শিরোনামে এই সমাবেশ করবে তারা।
সমাবেশ সম্পর্কে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আতিক শাহরিয়া নিউজ টোয়েন্টিফোরকে বলেছেন, জুলাই বিপ্লবে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশাল অবদান রেখেছে। ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে না নামতো, তাহলে এই আন্দোলন সফল হতো না।
তিনি আরও বলেন, আন্দোলনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছু ঠিক মতো করতে পারছে না। তো এই সরকারের ব্যর্থতার যেসব জায়গা আছে, ঠিক করা উচিত, এসব আমরা তুলে ধরব।
ছাত্র সমাবেশে কী দাবি তোলা হবে, এমন প্রশ্নে আতিক শাহরিয়া বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি চাবো সরকারের কাছ থেকে। আন্দোলন দমাতে স্বৈরাচার শেখ হাসিনা যে আচরণ করেছে, হত্যা করেছে, তার বিচার চাইবো। এছাড়া বাকিসব খুনিদের ধরা এবং তাদের বিচার যত দ্রুত সম্ভব, তার দাবি তুলবো।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যে অবদান, এটা নিয়েও আমরা সমাবেশে আওয়াজ তুলবো, যোগ করেন এই সমন্বয়ক।