site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
শহীদী রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত হবে, আকসা মুসলমানদেরই থাকবে -মাওলানা মুহাম্মদ শাহজাহান
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 08 এপ্রিল 2025, 12:07 রাত
শহীদী রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত হবে, আকসা মুসলমানদেরই থাকবে -মাওলানা মুহাম্মদ শাহজাহান
news-banner
ঢাকা অফিস : 
গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “শহীদী রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত হবে, আকসা মুসলমানদেরই থাকবে।
 
” তিনি বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা পৃথিবীর ইতিহাসে জঘণ্য ও নিকৃষ্টতম যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধে বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র অবৈধ ইসরাইলের পৃথিবীর মানচিত্রে অস্তিত্বের কোনো নৈতিক অধিকার নাই। বিশ্ব নেতৃবৃন্দকে ইসরাইলের বিরুদ্ধে ও মানবতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করার জন্য আমরা উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।
 
আজ ৭ এপ্রিল সোমবার বিকাল ৫টায় গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমীর ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
 
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নির্মূলের নামে গাজায় আগ্রাসন চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এরপর থেকে এ ভূখণ্ডে চলছে হত্যাযজ্ঞ। নির্মম গণহত্যা চালানো হয় গাজার প্রতিটি অংশে। এতে প্রাণ হারায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।
 
হত্যাকাণ্ডের তালিকায় রয়েছে গণমাধ্যম, ত্রাণ ও স্বাস্থ্যকর্মী। ইসরইলি বোমায় নিহতের লাশ আকাশে উঠে জমিনে পড়তে দেখা যায়। রবিবার রাতভর ইসরাইলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৬ জন। এর মধ্যে জাহা শহরে বাবা ও মেয়েসহ প্রাণ হারিয়েছে ২১ জন। এছাড়া দক্ষিণাঞ্চলের একটি আশ্রয় শিবিরে হামলায় মারা গেছে কমপক্ষে ছয়জন।
 
তিনি বলেন, আগে ইসরাইল ফিলিস্তিনে হামলা করলে মধ্যপ্রাচ্য থেকে প্রতিবাদ হতো। এখন হয় না। এর কারণ, মধ্যপ্রাচ্যও এখন পুঁজিবাদের অংশ হয়ে গেছে। কাজেই আমাদের এ লড়াই পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে।