site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
এসএসসি পরীক্ষার্থী ও অভিবাবকদের সাথে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইনের শুভেচ্ছা ও মতবিনিময়
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 10 এপ্রিল 2025, 01:46 দুপুর
এসএসসি পরীক্ষার্থী ও অভিবাবকদের সাথে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইনের শুভেচ্ছা ও মতবিনিময়
news-banner

ঢাকা অফিস :

রাজধানীর আগারগাঁওয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও অভিবাবকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মোবারক হোসাইন

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অভিভাবকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের হাতে বিশুদ্ধ খাবার পানি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও  শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর ২৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজম, শেরেবাংলা নগর থানা উত্তরের অর্থ সম্মাদক এডভোকেট আব্দুল হালিম, কলোনি ওয়ার্ডের সভাপতি সিরাজুল মুনির কাফিসহ থানা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।

অভিবাবকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন বিডি এডিশনকে বলেন বর্তমানে অভিবাবকরা তাদের ছেলে মেয়েদের কে নিয়ে সর্বদা চিন্তিত থাকে কিভাবে তাদের ভবিষৎ সুন্দর হবে এবং কখন কোথায় কি হয়ে যায়, সেই লক্ষে আমরা আগামী দিনে এমন একটা সমাজ তৈরী করতে চাই যেখানে বাঁচ্চারা তাদের নৈতিক মান রক্ষা করে তাদের লেখাপড়া সম্পন্ন করতে পারবে।

তিনি আরো বলেন কখনোই কোনো অভিবাবক চায় না তাদের ছেলেমেয়ে খারাপ চরিত্রের হোক কিংবা নষ্ট হয়ে যাক কিন্তু বর্তমানে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা তাদের চারিত্রিক এবং নৈতিক মান রক্ষা করার কোনো সুজুগ নাই শুধুমাত্র পারিবারিক শিক্ষা ছাড়া, তাই আমরা চাই যেন আগামী দিনে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে শিক্ষার পাশাপাশি তাদের চারিত্রিক এবং নৈতিক মান রক্ষার পরিবেশ গড়ে উঠোক। এই পরিবেশ বাস্তবায়নের লক্ষে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের নিকট দোয়া চাই যেন আমরা মানুষকে শান্তিতে বসবাস করার জন্য পরিবেশ তৈরী করে দিতে পারি । 

পরীক্ষার্থী ও অভিবাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণের সময় শেরেবাংলা নগর উত্তরের থানা আমীর আব্দুল আউয়াল আজম বিডি এডিশনকে বলেন এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ও পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অভিভাবকদের হাতে প্রতিদিন প্রায় এক হাজার বিশুদ্ধ খাবার পানির বোতল উপহার হিসেবে তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে।

শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সামনে অপেক্ষমান অভিভাবক মিজান, মাহমুদা, নাসিমাসহ অনেকে জানান, পরীক্ষার আগ মুহূর্তে জামায়াতের উপহার পেয়ে খুশি তারা। এমন আয়োজনের জন্য তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।

এর আগে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে ও থানা যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান এবং ৬০ ফিট ওয়ার্ড উত্তরের সভাপতি আসাদুজ্জামান টিপুর  সহায়তায় শিক্ষার্থীদের বাসা বাড়িতে গিয়ে তাদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেয়া হয়।