site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়ন উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর থানা উত্তর জামায়াতের গ্রুপ দাওয়াতী অভিযান
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 20 এপ্রিল 2025, 03:26 দুপুর
কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়ন উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর থানা উত্তর জামায়াতের গ্রুপ দাওয়াতী অভিযান
news-banner

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়ন উপলক্ষে শেরেবাংলানগর থানা উত্তরে গ্রুপ দাওয়াতী অভিযান পরিচালিত হয়।  গত শুক্র ও শনিবার (১৮ ও ১৯ এপ্রিল) বিভিন্ন ওয়ার্ড কর্তৃক আয়োজিত ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই গ্রুপ দাওয়াতী অভিযান পরিচালিত হয়।
uJnCs1M.jpeg
গত শনিবার (১৯ এপ্রিল) কলোনী ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও কাঁচা বাজার মার্কেট এলাকায় শেরেবাংলানগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে আরো উপস্থিত ছিলেন থানা যুব বিভাগের সভাপতি মোঃ মাহমুদুল হাসান, কলোনী ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ মাও. আয়াতুল্ল্যাহ আল খামেনী, এলজিইডি ইউনিট সভাপতি মেহেদী হাসান রেজা, এটিআই ইউনিট সভাপতি হাফেজ নিজাম উদ্দিনসহ ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
oLJa0hk.jpeg
এছাড়াও শনিবার (১৯ এপ্রিল) থানা যুববিভাগ কর্তৃক আয়োজিত তালতলা ইউনিটে গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও তালতলা কলোনীতে যুব বিভাগের সভাপতি মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে আরো উপস্থিত ছিলেন থানা যুব বিভাগের সেক্রেটারি ওমর ফারুক, তালতলা ইউনিট যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম সজীব, ইউনিট সেক্রেটারি আশিকুর রহমান, ইউনিট বাইতুলমাল সম্পাদক মুজিবুর রহমান শেখসহ যুব বিভাগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
u1vwAOf.jpeg
এছাড়াও গতকাল(১৯ এপ্রিল) শাপলা হাউজিং ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও মিজান জামে মসজিদ এর সামনে শেরেবাংলানগর থানা উত্তরের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে আরো উপস্থিত ছিলেন থানা ওলামা বিভাগের সভাপতি মাস্টার সাইফুল আলম, শাপলা হাউজিং ওয়ার্ড সেক্রেটারি এইচ এম আবুল বাশার, ইউনিট সভাপতি আহসান আলী সেলিম, শহিদুল ইসলাম, গ্লোবাল স্কুল ইউনিট সভাপতি হাফেজ আল আমিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
OOAJyTf.jpeg
তাছাড়া গত শুক্রবার (১৮ এপ্রিল) শেরেবাংলানগর থানা উত্তরের গুরুত্বপূর্ণ ৬০ ফিট উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও ছয়তলা গার্মেন্টস এর সামনে শেরেবাংলানগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে আরো উপস্থিত ছিলেন থানা ওলামা বিভাগের সভাপতি মাস্টার সাইফুল আলম, ৬০ ফিট উত্তর ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান টিপু , ওয়ার্ড সেক্রেটারি রাসেল মৃধা, ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক ইউনুস আলী, চৌধুরী বাড়ি ইউনিটের সভাপতি আবু হানজালা, চৌধুরী বাড়ি ইউনিটের সেক্রেটারি আবুল হাসান, ছয়তলা গার্মেন্টস ইউনিটের সভাপতি নসর আলী, রাসেল মৃধা ইউনিটের সভাপতি আহসানুল ইসলাম রবিউল, হানিফ মডেল ইউনিটের সেক্রেটারি মোঃ সিরাজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
CJgVLWB.jpeg
এছাড়াও গত শুক্রবার (১৮ এপ্রিল) শেরেবাংলানগর থানা উত্তরের ২৮ উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও পানির টাংকি মোড়ে শেরেবাংলানগর থানা উত্তরের কর্মপরিষদ সদস্য ও  ২৮ উত্তর ওয়ার্ড সভাপতি হাফেজ শাহজাহান এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়নের অগ্রগতি সমন্ধে জানতে চাইলে শেরেবাংলানগর থানা উত্তরের আমীর আব্দুল আউয়াল আজম বিডি এডিশনকে বলেন, শেরেবাংলানগর থানা উত্তর জামায়াতের প্রতিটি নেতাকর্মী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়ন এর উদ্দেশ্যে শেরেবাংলা নগর থানার প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পোইছে দিতে গত ১১ এপ্রিল থেকে  দাওয়াতী অভিযান পরিচালনা করছে, এবং আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এই দাওয়াতী অভিযান অব্যহত থাকবে।