site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
আ.লীগ নিষিদ্ধ হলে আমাদের তৃষ্ণা মিটবে: মীর স্নিগ্ধ
প্রকাশিত: আরিফুল ইসলাম 02 মে 2025, 09:01 রাত
news-banner

আজ শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মীর স্নিগ্ধ।

সমাবেশে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করতে হবে। বিচার করতে হবে। তাদের আর এই দেশের জনগণ দেখতে চায় না। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না।’

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি না, এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নয়, কোনো রাজনৈতিক দলের নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে শহীদদের পরিবার।’

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন বলেন, ‘শহীদদের মায়েরা দাবি জানিয়েছেন, আওয়ামী লীগের বিচারের আগে যেন কোনো নির্বাচন না হয়। আমাদের আহত ভাইরা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যেন কোনো নির্বাচন না হয়।’