site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত: আরিফুল ইসলাম 03 মে 2025, 10:17 রাত
news-banner

বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে সোমবার সকালে ঢাকায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া। দেশে ফেরা নিয়ে তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বাংলাদেশ বিমান ফ্লাইট নং বিজি-২০২ লন্ডনের হিথরো বিমান বন্দর থেকে উড্ডায়ন করবে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। পৌনে ১০ ঘণ্টা আকাশপথ অতিক্রম করে সোমবার সকাল ৯টা ৫ মিনিটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। সেখান এক ঘণ্টা বিরতির পর ফ্লাইটটি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে সকাল ১০টা ৫০ মিনিটে।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢাকা ও সিলেট বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক বেগম খালেদা জিয়া সিলেটের বিমানবন্দরে বিমানেই অবস্থান করবেন।

খালেদা জিয়ার সাথে আসছেন তার দুই পূত্রবধূ (তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান।

ঢাকার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগরসহ অঙ্গসংগঠনগুলোর এক যৌথ সভা বসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানা যায়, খালেদা জিয়াকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে ১১টায়। বিমান বন্দরের টার্মিনালে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন।

বিমান বন্দর থেকে গাড়িতে করে ৮ নম্বর গেইট দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের উদ্দেশে রওনা হবে। বিমান বন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দু’পাশে নেতা-কর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ অভ্যর্থনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করছেন।

চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর রোববার সন্ধ্যায় হিথরো বিমান বন্দর ছাড়ছেন খালেদা জিয়া। বিমান বন্দরে মাকে বিদায় জানাবেন জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।