site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
আশুরার বাস্তব শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে:  মো: মোবারক হোসাইন
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 06 জুলাই 2025, 09:32 রাত
আশুরার বাস্তব শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে:  মো: মোবারক হোসাইন
news-banner

ঢাকা অফিস :

পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানায় এক আলোচনা ও  দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার সকাল ১০ টায় রাজধানী আগারগাঁও তাওহীদ স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত ঢাকা- ১৩ ( মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর) সংসদীয় আসনের প্রার্থী মো: মোবারক হোসাইন।

Whatsapp Image 2025 07 06 At 1.12.17 Pm

শেরেবাংলা নগর থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এবং মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও  শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর মু . আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে উক্ত আলোচনা ও  দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Whatsapp Image 2025 07 06 At 1.12.13 Pm
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও  মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য ডা. শফিউর রহমান, জনাব অ্যাডভোকেট আজহার মুন্সি, থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা বায়তুলমাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, থানা কর্মপরিষদের সদস্য ও ২৮ উত্তর ওয়ার্ডের সভাপতি হাফেজ মু . শাহজাহান, ওলামা বিভাগের সভাপতি এস এম সাইফুল ইসলাম, শ্যামলী ওয়ার্ডের সভাপতি সগির আহমেদ, থানা যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, কলোনি ওয়ার্ডের সভাপতি সিরাজুম মুনির কাফি, ৬০ ফিট উত্তর ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান টিপু সহ অন্যান্য ওয়ার্ডের নেতৃবিন্দ।
Whatsapp Image 2025 07 06 At 1.12.34 Pm
সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল আজম বলেন, পবিত্র আশুরা আমাদের ত্যাগের শিক্ষা দেই। কারবালার ত্যাগ ইমাম হোসাইন( রা) থেকে যে শিক্ষা সেটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার শিক্ষা। এই শিক্ষা কাজে লাগিয়ে আগামীতে বাংলাদেশে সকল জুলুম, অন্যায় শাসনের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে। তিনি উপস্থিত সবাইকে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে উপস্থিত থাকার আহবান জানান।
Whatsapp Image 2025 07 06 At 1.12.38 Pm
প্রধান অতিথির বক্তব্যে মো: মোবারক হোসাইন বলেন, আমাদের পবিত্র আশুরার শিক্ষা বুঝতে হবে। বাংলাদেশে প্রতিটি মানুষের এই শিক্ষা কাজে লাগিয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সব ক্ষেত্রে ন্যায়ের পক্ষে লড়তে হবে, আশুরার বাস্তব শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।

Whatsapp Image 2025 07 06 At 1.12.50 Pm

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা বলেছিল ছাত্রদের এই আন্দোলনে আমাদের কোন সম্পৃক্ততা নেই তারাই এখন এটার মুল মাষ্টার মাইন্ড বলে দাবী করে জাতির সামনে আসতে চায়। কিন্তু জাতি এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার এখন দেখছে আর তাদের মিথ্যা সাক্ষ কে প্রত্যাখ্যান করছে। আসুন, আগামীর বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী যে ভুমিকা রাখছে তাতে সবাই একাত্মতা পোষণ করে একটা কল্যাণ রাষ্ট্র গঠনে ভুমিকা রাখি। তাই আসুন আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ইসলামী শক্তি কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করি।