site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
চ্যালেঞ্জ মোকাবিলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের
প্রকাশিত: 11 আগস্ট 2025, 03:15 রাত
চ্যালেঞ্জ মোকাবিলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের
news-banner

চ্যালেঞ্জ মোকাবিলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান। রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমাদের কলকারখানা গড়ে তুলতে হবে। সেখানে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। আমাদের কৃষি উৎপাদন বাড়তে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্র একেবারে ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট সরকার। ক্ষমতায় আসার পর যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর করতে হবে।

তারেক রহমান আরো বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে।

দীর্ঘ ১৫ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরীর মাদ্রাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।