site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
রাতে কমিটি ঘোষণা, পরদিন দুপুরে ২৮ জনের পদত্যাগ
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 18 ফেব্রুয়ারি 2025, 12:05 রাত
news-banner
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার এক দিনের মধ্যেই ২৮ জন পদত্যাগের ঘোষণা দিলেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আলটিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা। কমিটিতে লক্ষ্মীপুর জেলার বাইরের শিক্ষার্থীদের রাখার প্রতিবাদে কমিটি ভেঙে দেওয়ার দাবি তুলেছেন পদত্যাগকারীরা।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের বিষয় জানান জেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। এর আগে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসাইনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমানকে সদস্যসচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। গতকাল রোববার রাতে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান, মেহেদী হাসান ও মতিউর আরিফ। এ সময় আবদুর রহিম আসাদ বলেন, বহিরাগতকে কাউকেই আহ্বায়ক-সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাঁকে আহ্বায়ক পদ থেকে সরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। তবে নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন বলেন, ‘পদত্যাগকারীদের বিষয়টি শুনেছি। এ বিষয়ে পরে গণমাধ্যমে বিবৃতি দিয়ে বক্তব্য দেওয়া হবে।’