site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
খুলনায় নতুন দলের নেতৃত্বে নতুনরাই
প্রকাশিত: ইমরান 07 মার্চ 2025, 02:39 দুপুর
news-banner
‘ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগান দিয়ে আত্মপ্রকাশ করা নতুন দল নিয়ে খুলনায় তোড়জোড় চলছে। গেল শুক্রবার আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি নামক নতুন দলটি নিয়ে নগরীর অলিতে গলিতে আলোচনা।

জুলাই-আগস্টের আন্দোলনে অংশীজনরা এখানে নতুন দলটিতে সংগঠিত করছে। জেলা ও নগর কমিটি সাজগোজ করার জন্য নতুনরা দৌড়ঝাঁপ করেছে। আন্দোলনের অভিজ্ঞতার ঝুলিতে ভারি হলেও এ নগরীর রাজনীতিতে তারা নতুন মূখ। স্থানীয় একটি অভিজাত হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে নয়া নেতৃত্ব প্রথমবার প্রকাশ্যে আসবে।

স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীদের ইমেজ সৃষ্টি হয়েছে নগরবাসীর কাছে।

দলকে সুসংহত করতে এবং জনসমর্থন দেখাতে গেল শুক্রবার ৫০টি বাস নিয়ে স্থানীয় কর্মীরা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। এখানে স্থানীয় কর্মীরা আশার আলো দেখতে পান। দক্ষিণ জনপদের ৫জনকে কেন্দ্রীয় প্রতিনিধি মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মূখ্য সংগঠক এর দায়িত্ব পেয়েছেন মেসবাহ কামাল মুন্না। তিনি দক্ষিণাঞ্চলে দলকে সংগঠিত করবেন। অন্য ৪ প্রতিনিধিরা হচ্ছেন যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতউল্লাহ, যুগ্ম আহবায়ক তানজীল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল ইসলাম ও সংগঠক ওয়াহিদুজ্জামান।

দলের সুত্র জানায়, জুলাই-আগস্টের আন্দোলনের সংগঠক আহম্মদ হামীম রাহাত নয়া দলের খুলনা জেলা ও নগর শাখার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নর্দান ইউনির্ভাসিটি, খুলনার জনসংযোগ কর্মকর্তা। তার সতীর্থরা হচ্ছেন ব্যবসায়ী আহমেদ ফরিদ পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী, সোনাডাঙ্গা থানা এলাকার রমজান শেখ, তরুণ সাংবাদিক জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম, দক্ষিণ টুটপাড়ার হাজী মুহম্মাদ নুরুজ্জামান ফকির, দৌলতপুরের ইঞ্জিঃ আশিকুর রহমান রাতুল, খানজাহান আলী থানা এলাকার জাহিদুর রহমান প্রিন্স, সদর থানা এলাকার মেনান মুশফিক, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শরীফ আশরাফুল হাবিব সাজিদ, ডা. এস এম খালিদুজ্জামান প্রমুখ।