site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
মোহাম্মদ মোবারক হোসাইনের পক্ষে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 30 মার্চ 2025, 03:52 দুপুর
মোহাম্মদ মোবারক হোসাইনের পক্ষে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের ঈদ উপহার বিতরণ
news-banner

ঢাকা অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তরের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। 
YliVeAr.jpeg
গতকাল ২৯ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজমের নেতৃত্বে ঢাকা ১৩ আসনের (মুহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা) জননেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইনের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
IXmMKoc.jpeg

উক্ত ঈদ উপহার বিতরণে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানা বাইতুল মাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, থানা অফিস সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, থানা তালিম ও তারবিয়াত সম্পাদক হাফেজ শাহজাহান, থানা ওলামা বিভাগের সভাপতি মুহাম্মদ সাইফুল আলম, থানা সমাজ কল্যাণ সম্পাদক ও ২৮ পশ্চিম ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার ইফতেখার সুজন খান সহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও ইউনিটের নেতৃবৃন্দ।
yUDxHaP.jpeg

জামায়াত নেতা মোহাম্মদ মোবারক হোসাইন ইতিকাফে অবস্থান করায় শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর আব্দুল আউয়াল আজম উক্ত ঈদ উপহার সামগ্রী উপস্থিত সাধারণ মানুষের হাতে তোলে দেন। বাকিদের উপহার ওয়ার্ডের দায়িত্বশীলদের মাধ্যমে ১০০০ খেটে খাওয়া সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। থানা আমীরের নির্দেশনার আলোকে ওয়ার্ড দায়িত্বশীলরা ওয়ার্ডে অবস্থানরত সাধারন মানুষের বাসায় পৌঁছে দেন এবং তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
bEP6tH3.jpeg
উক্ত ঈদ সামগ্রী বিতরণ কালে থানা আমীর আব্দুল আউয়াল আজম উপস্থিত সবার উদ্দেশ্য বলেন, আপনাদের চাহিদা মেটাতে এই ঈদ উপহার অতি সামান্য। কিন্তু আমরা আপনাদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানা সবসময় আপনাদের পাশে অতিতের মতো থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ঢাকা-১৩ আসনের জননেতা মোহাম্মদ মোবারক হোসাইন ভাই সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর  জন্য দুয়া করবেন যেন আমরা সর্বদা আপনাদের পাশে থাকতে পারি।
yqBnhTh.jpeg

তিনি আরো বলেন: ইনশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আগামীতে এ দেশের রাষ্ট ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশকে এমন রাষ্ট্রে পরিণত করবে যেখানে যাকাত দাতারা তাদের টাকা সরকারের যাকাত ফান্ডে জমা দিবে এবং সরকার সকল যাকাত গ্রহীতাদের এমনভাবে স্বাবলম্বী করবে যেন আগামীতে ওই যাকাত গ্রহীতার আর পরবর্তী বছর যাকাত গ্রহন করা না লাগে।