
মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’। নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে ১ মে।
প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচ দুটি হবে ৫ ও ৭ মে।
শেষ চার দিনের ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচই হবে সিলেটে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় ওয়ানডে)
পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।