site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা, লর্ডসেই হবে ফাইনাল
প্রকাশিত: আরিফুল ইসলাম 03 মে 2025, 12:45 রাত
news-banner
আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি ভেন্যু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টুর্নামেন্টের ফাইনাল হবে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। এই ঘোষণা দেয়া হয় ১লা মে লর্ডসে আয়োজিত একটি অনুষ্ঠানে। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি বিখ্যাত ভেন্যুতে। লর্ডস ছাড়াও তালিকায় রয়েছে এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ১২ই জুন ২০২৬ থেকে শুরু হয়ে চলবে টানা ২৪ দিন। লর্ডসে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনালের আগে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে জানানো হয়েছে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২টিতে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এরইমধ্যে আয়োজক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠিতব্য বাছাইপর্ব থেকে। ১২টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড খেলা হবে, এরপর নকআউট পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে।