site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
ফিক্সিং ও দেশত্যাগে নিষেধাজ্ঞা ইস্যুতে যা বললেন বিজয়
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 02 ফেব্রুয়ারি 2025, 12:22 রাত
news-banner
এজন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ারও গুঞ্জন উঠেছে। সবমিলিয়ে এবারের বিপিএলের অন্যতম সর্বোচ্চ এই রান সংগ্রাহকের কঠিন সময় যাচ্ছে। ফিক্সিং ও নিষেধাজ্ঞার ইস্যুতে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিজয়।

বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার বলেন, ‘আসলে কি বলবো, আমি এটা (দেশত্যাগে নিষেধাজ্ঞা) জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু আর কি।’

এরপর জানতে চাওয়া হয় একটি গণমাধ্যমে ফিক্সিং ইস্যুতেও এসেছে আপনার নাম-এ নিয়ে বিজয় বলেন, ‘বিসিবি তো এগুলো দেখছে, তারাই আমাদের (ক্রিকেটের) অভিভাবক। এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে। হ্যাঁ, বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনোদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।’

এদিকে, ভারতীয় ক্রীড়া ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, তদন্তে যদি কিছু পাওয়া যায়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমি কোনো অপরাধীর ছাড় দেব না। তাদের জীবন কঠিন করে তুলব। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, এবং সিদ্ধান্ত সবার জন্যই প্রযোজ্য হবে।