site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
বাংলাদেশ বড় স্বপ্ন দেখুক, পরামর্শ বাশারের
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 10 ফেব্রুয়ারি 2025, 10:36 রাত
news-banner
এক সাক্ষাৎকারে বাশার বলেন, ‘ভারত খুব ভালো দল। কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমরা দেখেছি, কয়েকবার তারা চাপে ভেঙে পড়েছে। বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে খেলে, ওরা বাড়তি চাপেই থাকে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত ভালো করবেন আশা আশরাফুলের
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী বাশার। তিনি বলেন, ‘আমাদের দল আগের তুলনায় আরও ভালো হয়েছে। ভারত এখন ভালো দল, তখনও ভালো দল ছিল, কিন্তু আমরা এখন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম বল থেকেই চাপ প্রয়োগ করতে পারলে তাদের হারানো সম্ভব।’

বড় আসরে দলীয় পারফরম্যান্সের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যখন দল হিসেবে খেলি, তখনই ভালো পারফরম্যান্স করি। বড় টুর্নামেন্টে টিম গেম খুব গুরুত্বপূর্ণ। এমনকি অনুশীলনে রান করলেও সেটা কাজে দেয়, আমি আমার অভিজ্ঞতা থেকেই এটা বলছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত ভালো করবেন আশা আশরাফুলের
বাংলাদেশ এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে। এবার আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়েই খেলতে যাবে দল, মনে করছেন বাশার। তার ভাষায়, ‘স্বপ্ন দেখলে ফাইনাল পর্যন্ত দেখা উচিত। বিশ্বকাপে ভালো করিনি, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড ভালো। এবারও ভালো কিছু করা সম্ভব।’

বাংলাদেশ দল ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে। বাশারের বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও দৃঢ় মানসিকতা থাকলে এবারও টুর্নামেন্টে ভালো ফল আসবে।