site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
দুবাই স্টেডিয়ামে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা
প্রকাশিত: আরিফুল ইসলাম 01 মার্চ 2025, 06:04 সকাল
news-banner
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পবিত্র রমজান মাস উপলক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু হবে ২ মার্চ নিউজিল্যান্ড-ভারত ম্যাচ থেকে। স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে রোজাদার দর্শকদের ইফতারের ঠিক আগে বিশেষ বক্স দেওয়া হবে। যা দিয়ে দর্শকরা রোজা ভাঙবেন। সহাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দর্শকের জন্য ইফতারি বিতরণের খবর জানিয়ে ইসিবির এক্স পোস্টে লেখা হয়, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’ অর্থাৎ, দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতারি বক্স দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে রমজান মাস আজ থেকে শুরু হতে পারে। রোববার নিউজিল্যান্ড–ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। এ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে রমজান মাস। দুবাই স্টেডিয়ামে এই রমজানের প্রথম ম্যাচ ছাড়াও ৪ মার্চ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ভারত যদি সেমিফাইনালে উঠতে পারে, তাহলে ফাইনালও একই মাঠে হবে।