site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
ওয়ানডে থেকে অবসরের ঘোষনা দিলেন মুশফিকুর রহিম
প্রকাশিত: আরিফুল ইসলাম 06 মার্চ 2025, 09:31 রাত
news-banner
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম। সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিমের পারফরম্যান্স নিয়ে হচ্ছিল তীব্র সমালোচনা। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। তীব্র সমালোচনার মুখে বুধবার রাতে সামাজিক মাধ্যমে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের অর্জন বিশ্বজুড়ে একটা সীমাবদ্ধতার মধ্যে থাকলেও একটি বিষয় নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, আমি নিষ্ঠা এবং সততার সাথে শতবাগেরও বেশি দিয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে বলেছেন: ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিলু মান তাশা’ এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন (৩:২৬)। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন।’

শেষে মুশফিক বলেছেন, ‘সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি। জাযাকাল্লাহ খায়ের।’