site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
চ্যাম্পিয়ন ভারত, স্বপ্নভঙ্গ নিউজিল্যান্ডের
প্রকাশিত: আরিফুল ইসলাম 10 মার্চ 2025, 03:44 রাত
news-banner

অপেক্ষা ঘুচলো ভারতের, ফিরে পেল সিংহাসন। এক যুগ পর শিরোপা পুনরুদ্ধার করলো রোহিত শর্মার দল। চ্যাম্পিয়নস ট্রফির নতুন চ্যাম্পিয়ন তারা। সেই সাথে গড়লো ইতিহাস, সর্বোচ্চ তিনবার পেল চ্যাম্পিয়ন হবার স্বাদ।

অন্যদিকে আরো একবার স্বপ্নভঙ্গের দহনে নীল হলো নিউজিল্যান্ড। আরো একবার দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও হোচট খেল তারা। দখলে নেয়া হলো না শিরোপা। দুবাইয়ে কিউইদের হার ৪ উইকেটে।

টসে জতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ভারত ভালো শুরু পেলেও একটা সময় চেপে ধরে কিউই বোলাররা। জমে উঠে লড়াই। তবে শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয় ভারতের।