site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
জাতীয় দলের ফুটবলারদের ওমরাহ পালন
প্রকাশিত: আরিফুল ইসলাম 11 মার্চ 2025, 05:56 সকাল
news-banner

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে প্রাথমিকভাবে ডাকা ৩০ ফুটবলার নিয়ে সৌদি আরবে গিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। সোমবার অনুশীলন বন্ধ ছিল জামাল-তপুদের। আর এই সুযোগ কাজে লাগিয়ে দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা পবিত্র ওমরাহ পালন করেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান। তিনি বলেছেন, সোমবার আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেয়া হয়েছে।

দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারি। দলের ফরোয়ার্ড রহমত বলেছেন, আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো ত...তীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এটি আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে। উল্লেখ্য এশিয়ার ২৪টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের ত...তীয় রাউন্ডে। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে ২০২৭ সালে সৌদিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট। তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা তৈরি করতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ভারতের বিপক্ষেই। দুই দেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে, ফিরতি ম্যাচ ঢাকায় ১৮ নভেম্বর।