site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
প্রকাশিত: ইমরান 11 মার্চ 2025, 04:18 দুপুর
news-banner
ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহীম। ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও। সম্প্রতি ‘মাঠ থেকে বিদায়’ নিতে চাওয়ার প্রত্যাশা প্রকাশ করা টাইগার ক্রিকেটার অবসরের আরও একটি ইঙ্গিত দিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিলেন রিয়াদ।

আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

এ বছরের ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ। রিয়াদের চাওয়া অনুযায়ী ১ মার্চ থেকে চুক্তির বাইরে রয়েছেন তিনি।

বিসিবির নতুন চুক্তিতে জায়গা হয়নি সাকিব আল হাসানের। রাজনৈতিক জটিলতায় দেশে ফিরতে না পারা টাইগার অলরাউন্ডার জাতীয় দলের জায়গাও হারিয়েছেন। তাই আগে থেকেই কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের না থাকার বিষয়টি অনুমেয় ছিল।

প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি মাসিক বেতন পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন মুশফিকুর রহীম। টেস্ট ও ওয়ানডে খেলবেন ভেবেই এই উইকেটরক্ষক ব্যাটারকে এই ক্যাটাগরিতে রেখেছিল বিসিবি। তবে সদ্য ওয়ানডেকে বিদায় জানানো মুশফিক ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে থাকছেন মুশফিক।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ক্যাটাগরিতে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাসও। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের মাসিক বেতন ৬ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে থাকা সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীদের মাসিক বেতন ৪ লাখ টাকা করে। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নাসুম আহমেদ ও খালেদ আহমেদের মাসিক বেতন ২ লাখ টাকা করে।