
এবারের বিপিএল নিয়ে প্রশ্নের শেষ নেই। নানা কাণ্ডে প্রশ্নবিদ্ধ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। উঠেছে ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগ। তবে সবচেয়ে বেশি বিতর্ক ছড়িয়েছে পারিশ্রমিক ইস্যু নিয়ে। যার সমাধা হয়নি এখনো।
বিপিএল শেষ হলেও শেষ হয়নি বিতর্ক। রানার্সআপ চট্টগ্রাম কিংসকে নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার দলটার বিরুদ্ধে মুখ খুললেন পারভেজ ইমন। জানালেন এখনো বড় অংকের অর্থ পাওনা রয়ে গেছে তাদের।
পাওনা পরিশোধ নিয়ে গড়িমসির খবর আগেই বেরিয়েছিল চট্টগ্রাম কিংসের নামে। অনেক ক্রিকেটার মুখ খুলেছেন তাদের বিরুদ্ধে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে আসা শহিদ আফ্রিদিও রীতিমতো বোমা ফাঁটান দলটাকে নিয়ে।
আজ শুক্রবার কথা বলেন পারভেজ ইমন। জাতীয় দলের এই ক্রিকেটার মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনো পাইনি। দেবে দেবে বলতেছে, কিন্তু আমরা এখনো পাচ্ছি না।’
তবে ইমন একাই এই পারিশ্রমিক নিয়ে গড়িমসির শিকার নয়, প্রায় সব ক্রিকেটারই পাননি তাদের নির্ধারিত অর্থ। জাতীয় দলের আরেক ক্রিকেটারের উদাহরণ টেনে ইমন বলেন, ‘আমি, শরিফুলসহ সব খেলোয়াড়ই...যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।’
পারিশ্রমিক না বকেয়া থাকার মতো বিষয় নিজেদের পারফরম্যান্সেও প্রভাব ফেলে বলেও দাবি ইমনের। বলেন, ‘আসলে সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। পরিকল্পনা থাকে আরো কিভাবে ভালো পারফর্ম করব। এখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে, এটা আসলে মনোযোগে ব্যঘাত ঘটায়।’
বিপিএল চলাকালেও একবার ইমন পারিশ্রমিক না পাওয়ায় দলের ক্যাম্পে যোগ দেননি বলে গুঞ্জন ছড়িয়েছিল। পরে দু’পক্ষই অবশ্য সেটি অস্বীকার করে। অবশ্য ফ্রাঞ্চাইজি মালিক ইমনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেন, করেন অশালীন মন্তব্য।
এছাড়া অনেক বিদেশী ক্রিকেটারও অভিযোগ করেন চট্টগ্রামের নামে। কেবল ক্রিকেটারই নন, চিটাগাংয়ের বিদেশী হোস্ট ইয়েশা সাগরও চুক্তির পুরো টাকা পাননি বলে অভিযোগ রয়েছে।