site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
সফল রিং পরানোর পর তামিমের জ্ঞান ফিরেছে, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে
প্রকাশিত: আরিফুল ইসলাম 25 মার্চ 2025, 05:14 সকাল
news-banner

সফল রিং পরানোর (স্টেন্টিং অস্ত্রোপচারের) পর কেপিজে স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল।

বাংলাদেশের সাবেক অধিনায়ক জ্ঞান ফিরে পেয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

সমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের এই ওপেনার অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকরা নিশ্চিত করেন, তার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছে।

তামিমের সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফ। তিনি বলেছেন, দুপুরের দিকে সিসিইউতে তামিম জ্ঞান ফিরে পেয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

তিনি যোগ করেছেন, যদিও তামিমের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, তবুও তিনি পরবর্তী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

এর আগে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, তামিমের স্টেন্টিং খুব ভালো ও কার্যকরভাবে করা হয়েছে। তার হার্টের ব্লক পুরোপুরি দূর হয়ে গেছে। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। তার অবস্থা অনুকূলে আছে।

সকালে সাভারের বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে যান তামিম। মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। এরপর খেলতে নেমে কিছুক্ষণ পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।

তৎক্ষণাৎ স্থানীয় কেপিজে হাসপাতালে যাওয়ার পর মাঠে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়ার চেষ্টাও করা হয়। কিন্তু সেখানে থাকা চিকিৎসকরা তখন দ্রুত আগের ওই হাসপাতালেই তার চিকিৎসা করানোর পরামর্শ দেন।