site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

তথ্যপ্রযুক্তি
ডিপসিকের পরপরই আলোচনায় চীনের কিমি এআই
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 30 জানুয়ারী 2025, 04:51 দুপুর
news-banner
মুনশট এআইয়ের তৈরি কিমি কে১.৫ হলো একটি মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এর ফলে বার্তা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে মডেলটি। রিইনফোর্সমেন্ট লার্নিং পদ্ধতিতে গড়ে তোলা এই মডেল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা নিজ থেকেই উন্নত করতে সক্ষম। মুনশট এআই জানিয়েছে, কিমি কে১.৫ জটিল সমস্যার সমাধানে ধাপে ধাপে চিন্তা করে সমাধান দেয়। এই মডেল ১ লাখ ২৮ হাজার টোকেন পর্যন্ত দীর্ঘ প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে। এর ফলে মাল্টিমোডাল ক্ষমতার অধিকারী এআই মডেলটির মাধ্যমে জটিল সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব।


চীনের ডিপসিক এআই মডেল নিয়ে কেন এত আলোচনা
কিমি কে১.৫ এআই মডেলটি এরই মধ্যে বিভিন্ন পরীক্ষায় ওপেনএআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলোর তুলনায় ভালো ফলাফল করেছে। গণিতের বিভিন্ন সমস্যা সমাধানে মডেলটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির তুলনায় বেশি নম্বর পেয়েছে। কোডিংয়ের ক্ষেত্রেও ভালো করেছে।


মুনশট এআই জানিয়েছে, এআই মডেল নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তুলনায় কম খরচে কিমি কে১.৫ মডেল তৈরি করা হয়েছে। তবে এরই মধ্যে মডেলটি ‘চ্যাটজিপিটি ৪ও’ এবং ‘ক্লড ৩.৫ সনেট’ মডেলের তুলনায় ভালো ফলাফল করেছে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা মডেলটির সক্ষমতা নিয়ে আশাবাদী।