প্রথমবার ডাক পেলেন তানজিম সাকিব, নেই তাসকিন

আরিফুল ইসলাম , প্রকাশ:10 এপ্রিল 2025, 03:25 রাত
news-banner

দল প্রস্তুত ছিল আগেই। কে থাকবে, কে থাকবে না; তা নিয়ে গুঞ্জনও ছিল বেশ। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেই অপেক্ষার পালা শেষ করে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দু’ টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজটি সামনে রেখে মঙ্গলবার প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ইনজুরি থাকায় জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। তাসকিন না থাকায় প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়াও আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদরা।

সেইসাথে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক মিলেছে তানজিম সাকিবের। রঙিন পোশাকে কার্যকরী এই পেসার এখন সাদা পোশাকে অভিষেক হবার অপেক্ষায়। স্পিন বিভাগে তাইজুলের সাথে আছেন মিরাজ, নাইম হাসানরা।

এদিকে পিএসএলের খেলতে যাওয়ায় লিটন দাসকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর দলে ফিরেছেন চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম।

উল্লেখ্য, জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।


মুল্যবান মন্তব্য করুন