দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে জয় দিয়ে বছর শেষ করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর এই প্রথম টেস্ট ফরম্যাটে মাঠে নামছে টাইগাররা। এবারের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, যারা এসেছে অভিজ্ঞ দল নিয়ে। দলের নেতৃত্বে থাকা ক্রেইগ আরভিন ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে স্কোয়াড : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রাচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজোয়া টিসিগা ও নিকোলাস ওয়েলচ।