ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ক পিছু ছাড়েনি সাকিব আল হাসানের। নানা ঘটনায় হয়েছেন প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সময় পেয়েছেন শাস্তি, কখনো হয়েছেন নিষিদ্ধও। তবে সাম্প্রতিক সময়ে যেন একটু বেশিই চাপে পড়ে গেছেন সাকিব।
হত্যা মামলাসহ একাধিক অভিযোগ আছে সাকিবের নামে। আছে চেক ডিজঅনারের মামলায় গ্রেফতারি পরোয়ানা। তার সম্পত্তিও ক্রোক করা হয়েছে। সব মিলিয়ে সাকিব আল হাসান রয়েছেন ভীষণ চাপে।
এদিকে আসতে পারছেন না দেশেও, আর খেলা হচ্ছে না লাল-সবুজের জার্সিতে। এত দিন চুপ থাকলেও এবার এসব নিয়ে মুখ খুলেছেন সাকিব। কথা বলেছেন শেয়ারবাজার কেলেঙ্কারি, চেক ডিজঅনারের মামলা নিয়েও।
দেশের এক ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘ক্রিকেট ছাড়া অন্য বিষয়ে তেমন মনোযোগ দিতে পারিনি, স্বাভাবিকভাবেই ব্যবসাও মনোযোগ ছিল না। আমি দু’টি ব্যবসার সাথে জড়িত; একটি আমার কাঁকড়ার খামার, আরেকটি শেয়ারবাজারের ব্যবসা।’
‘আমি খামারটির ৩৫ শতাংশের মালিক, বাকি ৬৫ শতাংশ অন্যদের। কিন্তু যে কারণেই হোক, লোকে শুধু সাকিব আল হাসানের নামই জানে। এই ব্যবসায় সংশ্লিষ্ট বাকিদের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু যেভাবেই হোক, সব ভুলের দায় আমার ওপর চাপানো হয়।’
শেয়ারবাজার নিয়ে সাকিব আল হাসান বলেন, ‘যদি কেউ দেখাতে পারেন আমি নিজে একটি কারসাজি করেছি, তাহলে আমার যা কিছু আছে, সব দিয়ে দেব। বাংলাদেশের স্টক মার্কেটে কীভাবে কারসাজি করতে হয়, আমি জানি না এবং আমার ফোনে কোনো ট্রেডিং অ্যাপও নেই।’
‘আমি একজনকে টাকা দিয়েছিলাম আমার পক্ষ থেকে বিনিয়োগের জন্য, কিন্তু পুরো টাকাটাই লোকসানে যায়। কেউ যদি দেখাতে পারেন, আমি শেয়ারবাজার থেকে এক টাকাও তুলে নিতে পেরেছি, তাহলে আনন্দের সাথে নিজের যা কিছু আছে, সব তাদের দিয়ে দেব।’
এদিকে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন গার্মেন্টসকর্মী রুবেল। যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। যেখানে তাকে মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
তবে এই প্রসঙ্গে সাকিব জানিয়েছেন, ‘আমার নামে যে মামলা হয়েছে, বাদী আমার নাম আছে তা জানেই না।’