জিতলেই বিশ্বকাপ, এমন একটা সমীকরণ নিয়ে বাংলাদেশ আজ মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে। তবে এই ম্যাচে ব্যাটিংটা ভালো হলো না দলের। ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলের পুঁজিটা শেষমেশ উঠল মোটে ১৭৮ রানের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে ছিল বাংলাদেশ। ২১ রানে ৩ উইকেট খুইয়ে বসে দলটা। ছন্দে থাকা নিগার সুলতানা জ্যোতির আউট নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ থেকেই যায়। ফাতিমা সানার বলে তিনি এলবিডব্লিউর শিকার হন বটে, কিন্তু খালি চোখে ইমপ্যাক্ট লাইনের বাইরেই মনে হচ্ছিল।
সে ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন শারমিন সুপ্তা আর রিতু মনি। তবে সুপ্তা বিদায় নেন দলীয় ৬৫ রানে। এপাশে রিতু টিকে ছিলেন, তিনি এরপর পঞ্চম উইকেটে আরও একটা ৪৪ রানের জুটি গড়েন, সঙ্গী ছিলেন নাহিদা।
সে রিতু অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে ফেরেন তিনি। তার বিদায়ের পর বাংলাদেশের ইনিংস টেনেছেন ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি, ৫৩ বলে তিনি খেলেছেন ৪৪ রানের ইনিংস। তাতে শেষতক দলের পুঁজিটা দাঁড়ায় ৯ উইকেটে ১৭৮ রান।
পাকিস্তানের সাদিয়া ইকবাল ২৮ রানে নেন ৩ উইকেট। ওদিকে ফাতিমা সানা ও ডায়ানা বেগ ২টি ও রামিন শামিম, নাশরা সান্ধু মিলে নেন ১টি করে উইকেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ২৩ ওভার শেষ এ ১০৭ রানে ২ উইকেট হারিয়েছে। বাংলাদেশের মারুফ আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট তুলে নেন।