সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২০০ রানও করতে পারল না বাংলাদেশ। ১৯১ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
১৪৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এরপর অষ্টম উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে ৪১ রান যোগ করেন হাসান মাহমুদ। তাতেই অপেক্ষা বাড়ে জিম্বাবুয়ের। হাসান ব্যক্তিগত ১৯ রানে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হলে এই জুটি ভাঙে। নবম ব্যাটার হিসেবে ফেরার আগে ২৮ রান করেন জাকের। ওয়েসলে মাধেভেরের করা ৬১তম ওভারের শেষ বলে নাহিদ রানা বোল্ড হলে সবকটি উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন মমিনুল হক সৌরভ। ৮ চারের পাশাপাশি একটি ছয় মারেন সাবেক অধিনায়ক। বাংলাদেশের ইনিংসে এছাড়া আর কোনো ব্যাটার ছয় মারতে পারেননি। শান্ত’র সঙ্গে তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন মমিনুল। স্বাগতিকদের ইনিংস ৪০ রান এনে দনে অধিনায়ক শান্ত। এছাড়া মাহমুদুল হাসান জয়ের অবদান ১৪ রান। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা নেন তিনটি করে উইকেট। এছাড়া ভিক্টর নাইয়োচি ও ওয়েসলে মাধেভেরের শিকার দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশের ইনিংস: ১৯১/১০ (৬১ ওভার); মমিনুল ৫৬, শান্ত ৪০, জাকের ২৮, হাসান ১৯, জয় ১৪; মাদাকাদজা ৩/২১, মাজারাবানি ৩/৫০
টস: বাংলাদেশ