তৃতীয় দিনে পাওয়া ১১২ রানের লিডটা আজ বুধবার চতুর্থ দিনে তিন শ’র কাছাকাছি নেয়ার ইচ্ছে জানিয়েছিল বাংলাদেশ দল। তবে সেই আশায় গুড়ে বালি। দুই শ’ পেরোনো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। নেই ৭ উইকেট।
১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ১৯ রান তুলতেই বের হয়ে এসেছে ইনিংসের লেজ। সকাল সকাল হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এই মুহূর্তে সংগ্রহ ৭ উইকেটে ২৩৩।
আগের দিন বৃষ্টির কারণে পুরো সময় খেলতে না পারায় আজ খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে আগের রাতের বৃষ্টিতে ভেজা মাঠ খেলার উপযোগী করতেই বেজে যায় বেলা ১১টা।
দিনের মাত্র দ্বিতীয় বলেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। ব্লেসিং মুজারাবানিকে মারতে গিয়ে অনেকটা আত্মহত্যা করেন যেন তিনি। আগের দিনের ৬০ রানের সাথে এদিন আর কোনো রান যোগ করতে পারেননি।
থিতু হয়ে যাওয়া অধিনায়ককে হারিয়ে যখন বেসামাল দল, তখন আবারো আঘাত আনেন মুজারাবানি। মেহেদী মিরাজকে ফেরান মাত্র ১১ রানে। ২১২ থেকে ২১৩ রানে যেতেই ফের উইকেট হারায় বাংলাদেশ। ১ রান নিয়ে ফেরেন তাইজুল।
এমন বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন জাকের আলি। সাথে আছেন হাসান মাহমুদ। জাকের ৩৮ ও হাসান ব্যাট করছেন ৮ রানে। জিম্বাবুয়ের নেয়া ৮২ রানের লিড বাদে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে ১৫১।
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রান করে টাইগাররা। জবাবে ২৭৩ রান তুলে জিম্বাবুয়ে।
৮২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে সোমবার ৫৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। গতকাল সেই লিড ভেঙে ১১২ রানের লিড নেয় তারা। হারাতে হয় যদিও ৪ উইকেট।