ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনার জেরে আগামী আগস্টে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তায় ভারত।
শুক্রবার (২ মে) ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রিকেট দলের আগস্টে সীমিত ওভারের সিরিজ, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশ সফর করার কথা রয়েছে, তবে সাম্প্রতিক ঘটনাবলী এই সফরকে অনিশ্চয়তায় ফেলতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, সিরিজটি ক্যালেন্ডারের অংশ হলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। চলমান পরিস্থিতির জন্য ভারতের বাংলাদেশ সফর না করার যথেষ্ট আশঙ্কা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে সিরিজ নিয়ে শঙ্কার পাশাপাশি পাকিস্তানের সাথে দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। যেখানে তারা বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ফেসবুক মন্তব্যকে উদ্ধৃতি করেছে। যদিও ওই ফেসবুক অ্যাকাউন্টটি ব্লু টিক দ্বারা চিহ্নিত নয় এবং বন্ধু তালিকায় সংখ্যাটাও মাত্র ৪২৭ জন।
প্রতিবেদনে তারা অবসরপ্রাপ্ত ওই মেজর জেনারেলকে বর্তমান অন্তর্বর্তী সরকারের খুব-ই ঘনিষ্ঠ একজন-ই দাবি করে। যিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’