জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হেরে যে বিদ্রূপ আর সমালোচনা জুটেছিল, চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। নতুন খবর হলো, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে তারা সাদা বলের দুটি ম্যাচ খেলবে।আগামী ২১ মে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তার আগে দুবাইয়ে স্টপওভার থাকায় কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতির সুযোগটা নিচ্ছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ মে এবং ১৯ মে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুলরা। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। দুই দলের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল ২০২২ সালে; দুই ম্যাচের সিরিজটি জিতে নিয়েছিল বাংলাদেশ।
এমিরেটস ক্রিকেট বোর্ডের চিপ অপারেটিং অফিসার সুবহান আহমেদ বলেছেন, ‘আমরা আরব আমিরাত পুরুষ দলের সঙ্গে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলকে আমন্ত্রণ জানাতে পেরে রোমাঞ্চিত। এমিরেটস ক্রিকেট বোর্ড সবসময় বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ করে দিতে চায়। গত তিন বছর আমরা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে আতিথ্য দিয়েছি। এবার আসছে বাংলাদেশ।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলকে সংযুক্ত আরব আমিরাতে পুনরায় আমন্ত্রিত হওয়ায় আমরা আনন্দিত। বিসিবি সবসময় প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করার সুযোগ করে দেয় এবং এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের জন্য আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আসন্ন এশিয়া কাপসহ ব্যস্ত আন্তর্জাতিক সিরিজ শুরুর আগে এই ম্যাচদুটি আমাদের প্রস্তুত হতে সাহায্য করবে।’