আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত ৯টায়।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আলোচনায় বাংলাদেশের একাদশ। কোন সেরা এগারো ক্রিকেটার নিয়ে মাঠে নামবে টাইগাররা, তা নিয়েই চলছে কানাঘুঁষা।
সদ্যই আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। সেই হারের ক্ষত এখনো শুকিয়ে সারেনি। সেই দুঃখ না ভুলতেই আবার নতুন করে মাঠে নামতে হচ্ছে লিটন দাসদের।
তবে এই সিরিজে অবশ্য টাইগাররা পাচ্ছে না দলের সেরা বোলারদের। নেই তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান। আছেন শরিফুল ইসলাম, তামজিম সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
অ্যাঙ্কেলের চোটে গত দু’মাস ধরেই মাঠের বাইরে তাসকিন। ফেরা হয়নি পাকিস্তান সফরেও। অন্যদিকে মোস্তাফিজ আঙুলে চোট পেয়েছেন গত সপ্তাহে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে।
অন্যদিকে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নেন নাহিদ রানা। আরব আমিরাত সিরিজ শেষে দেশে ফিরেছেন তিনি। স্বাভাবিকভাবেই পাকিস্তানের মাটিতে দলের সের এই পেসারদের মিস করবে বাংলাদেশ।
এদিকে দলে যোগ হয়েছেন নতুন পেস বোলিং কোচ। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন সাবেক অজি কিংবদন্তি পেসার শন টেইট। সুতরাং আজ দলের পেস আক্রমণ ঠিক কেমন হবে তা এখনই বলা যাচ্ছে না।
স্পিন আক্রমণে শেখ মেহেদি ও রিশাদ হোসেন হতে পারেন তুরুপের তাস। শেখ মেহেদীর বদলে জায়গা করে নিতে পারেন মেহেদী মিরাজও।
ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনা নেই খুব একটা। নাজমুল হোসেন শান্তকে আজো থাকতে হতে পারে সাইড বেঞ্চে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।