তাসকিনের ব্রেকথ্রু, দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে ফিরলেন রোহিত

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:21 ফেব্রুয়ারি 2025, 01:53 রাত
news-banner
পুঁজি মাত্র ২২৮ রানের। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে হলে এই রানেই ভারতীয়দের আটকাতে হবে বাংলাদেশের। পাওয়ার প্লে-তেই ফেলতে হতো উইকেট। কিন্তু ব্যাটিংয়ে হতাশ করার পর বোলিংয়েও চমক দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ১০তম ওভারে রোহিত শর্মার উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট হারানো ভারত রানও তুলেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে বা তার চেয়ে বেশি গতিতে। ১০ ওভারের খেলা শেষে ভারতীয়দের সংগ্রহ ১ উইকেটে ৬৯ রান। বিরাট কোহলি ০, আর শুবমান গিল খেলছেন ২৬ রানে।

টাইগার পেসার তাসকিন আহমেদের করা ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগেই দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন রোহিত। ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এই মাইলফলক ছুঁতে ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের লেগেছে ২৬১ ইনিংস। এর আগে ২২২ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন কোহলি।

মুল্যবান মন্তব্য করুন