বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব

ইমরান , প্রকাশ:01 মার্চ 2025, 04:56 দুপুর
news-banner
ক’দিন আগে জোর গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্র ক্রিকেটে যোগ দিতে চলেছেন সাকিব আল হাসান। খবর সত্যি হলে আন্তর্জাতিক ক্রিকেটের মোড়কে মার্কিনিদের জার্সিতে বাংলাদেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই গুঞ্জনের পালে হাওয়া না লাগলেও এবার সত্যিই বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের বিপক্ষে নামতে চলেছেন সাকিব।
 

মার্চেই শুরু হবে এশিয়ান লেজেন্ডস লীগ টি-টোয়েন্টি। সাবেকদের এই টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে দলটি।

আগামী ১০ মার্চ শুরু হবে এশিয়ান লেজেন্ডস লীগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ১২ মার্চ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি হবে এশিয়ান স্টারস। অর্থাৎ, সেই ম্যাচে লাল-সবুজদের মোকাবিলায় নামতে পারেন সাকিব।

সাকিবের দল এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালিকে। এছাড়াও ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানদের মতো সাবেকরা রয়েছেন।

ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন। 

মুল্যবান মন্তব্য করুন