রমজানে ইংল্যান্ড-বেলজিয়ামের ফুটবলে ‘ইফতার ব্রেক’

ইমরান , প্রকাশ:02 মার্চ 2025, 08:25 রাত
news-banner
শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান মাস। রোজাদার ফুটবলারদের জন্য বিশেষ এক উদ্যোগ নেওয়া হয়েছে ইংল্যান্ড ও বেলজিয়ামে। ইংলিশ এফএ কাপ ও বেলজিয়ান প্রো লীগে ইফতারের জন্য রাখা হয়েছে ‘ইফতার ব্রেক’।
 

রমজানে ইফতারের সময় চলমান এফএ কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মুসলিম খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই বিশেষ এই ব্যবস্থা করেছে এফএ কাপের হর্তাকর্তারা।

চলতি রমজানে এফএ কাপের সূচিতে পঞ্চম রাউন্ডের দুটি করে ম্যাচে থাকছে এই নিয়ম। ইংলিশ প্রিমিয়ার লীগ অবশ্য ইফতারের ব্রেক নিয়ে কিছু জানায়নি।

এদিকে গতকাল বেলজিয়ান প্রো লীগে প্রথম রোজার দিনে লীগের ১৪তম স্থানের দল সেইন্ট ট্রুইডেন্স এবং কে. ভি. কোর্টরির্টজের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো রামাদান ব্রেকের চর্চা করা হয়। ম্যাচের ১২ মিনিটের মাথায় ইফতারের জন্য ছিল সেই বিরতি। সেই ম্যাচে কোর্টরির্টজকে ৪-২ গোলে হারায় সেইন্ট ট্রুইডেন্স।

মুল্যবান মন্তব্য করুন