হোচট খেল রিয়াল মাদ্রিদ

আরিফুল ইসলাম , প্রকাশ:03 মার্চ 2025, 07:28 সকাল
news-banner

আবারো হোচট খেল রিয়াল মাদ্রিদ। ছন্নছাড়া ফুটবলে রিয়াল বেতিসের বিপক্ষে খোলসবন্দী হয়ে থাকল লস ব্লাঙ্কোজরা। তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সাথে বেড়েছে ব্যবধান, কঠিন হয়ে উঠছে শিরোপার লড়াই।

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠ বেনিটো ভিলামারিনায় রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেতিস।

এদিন ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর যখন নিজেদের আরো শক্তিশালী করবে তারা, তখন সময়ের সাথে সাথে আরো পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোজরা। একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ম্যাচের।

সেই সুযোগে প্রবল চাপ দিল রেয়াল বেতিস। জোড়া সাফল্যও পেয়ে গেল তারা। আগে অনেক ঘুরে দাঁড়ানোর গল্প লেখা রিয়াল এদিন আর তেমন কিছুই করতে পারেনি, দর্শকদের উপহার দেয় হতাশা।

শুরুটা ছিল ভিন্ন। ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফরাসি লেফট ব্যাক মেন্ডির পাস থেকে দলকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। তবে ২২ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ মিলেছিল বেতিসের।

ইসকোর নেয়া ফ্রি কিক রুডিগার ক্লিয়ার করলেও বলের দখল নেন অ্যান্টনি, তারই বানিয়ে দেয়া বলে রিকার্ডো রদ্রিগেজ শট নিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। বেঁচে যায় সফরকারীরা।

এরপর পর এক আক্রমণ করে গোলও আদায় করে নেয় বেতিস। ৩৪তম মিনিটে ইসকোর কর্নার থেকে হেডে গোল করে বেতিসকে সমতায় ফেরান জনি। রিয়াল দ্বিতীয় গোলও পেয়ে যেতো দ্রুতই। তবে বিরতির ঠিক আগে কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল।

বেতিসের মিডফিল্ডার কার্দোসোর হেড ঝাঁপিয়ে কোনোমতে আটকান বেলজিয়ান এই গোলরক্ষক। তাতে সমতা ধরে রেখেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বেতিস। ম্যাচের ৫৪তম মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে বেতিসের ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার রুডিগার।

একইসাথে পেনাল্টি পায় বেতিস। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার ইসকো। ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

বাকি সময়ে বল দখলে এগিয়ে থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। ফলে বেতিসের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এই হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল।

লিগে ২৬ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ হার। ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই রইল তারা। আর এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সা।

আর দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে রিয়াল বেতিস।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে মাঠে নামার আগে বেতিসের কাছে হার রিয়ালের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিলো।

মুল্যবান মন্তব্য করুন