সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৮ মার্চ) তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। যেখানে রয়েছে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগ।
২০১২ সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। গত নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীত্বও পান তিনি। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন বলে গত ২১ আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি।
গত রোববার দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ-৬ আসনের এই সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি ও তার স্ত্রী রোকসানা হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন আদালত।
দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন পাপন।
তারই প্রেক্ষাপটে এবার শুরু হয়েছে তদন্ত। ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা খুঁজছে তদন্তকারী কর্মকর্তারা।