ঘুরে দাঁড়াতে ব্যর্থ পাকিস্তান, টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের

আরিফুল ইসলাম , প্রকাশ:19 মার্চ 2025, 01:57 রাত
news-banner
ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও পাত্তা পায়নি নিউজিল্যান্ডের কাছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫ উইকেটে। তাতে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা।

ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় ম্যাচটি নেমে আসে ১৫ ওভারে। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৫ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড।

ডানেডিনে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি পাকিস্তান। মাত্র ১৯ রানেই ফেরেন দুই ওপেনার। হারিস ১১ রান করলেও হাসান নাওয়াজ পারেননি রানের খাতা খুলতেই।

তিনে নেমে হাল ধরেন আগা সালমান। তবে অন্যদিক থেকে দ্রুত ফেরেন ইরফান খান নিয়াজি (১১) ও খুশদিল শাহ (২)। ২৮ বলে ৪৬ রানে আউট হোন সালমান। এরপর রানের দেখা পান শাদাব খান ও শাহিন আফ্রিদি।

শাদাব ১৪ বলে ২৬ রানে আউট হোন। শাহিন করেন ১৪ বলে অপরাজিত ২২ রান। কিউইদের হয়ে জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ শোধি নেন দুটো করে উইকেট।

জবাবে ঝড়ো ব্যাটিং শুরু করেন ওপেনাররা। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ৪২ রানই আসে ৭ ছক্কার মারে, মাত্র ১৮ বলে। টিম সেফার্ট ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি থেকেই আসে ৬৬ রান।

ওপেনিং জুটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। সেফার্ট ২২ বলে ৪৫ রানে ও অ্যালেন ১৬ বলে করেন ৩৮ রান করে আউট হোন। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।

মিচেল হে ১৬ বলে ২১ রানে এবং ব্রেসওয়েল ২ বলে ৫ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। পাকিস্তানের হয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছেন হারিস রউফ।

সিরিজের তৃতীয় ম্যাচ আগামী শুক্রবার (২১ মার্চ)। যা নিউজিল্যান্ডের জন্য সিরিজ জয়ের উপলক্ষ হলেও পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই দুই ম্যাচ হাতে রেখেই হাতছাড়া হবে সিরিজ।

মুল্যবান মন্তব্য করুন