এবার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস আনলো ব্র্যান্ডটি। বোট নির্ভানা এক্স ইয়ারবাডটিতে থাকছে নতুন অনেক ফিচার। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে একসঙ্গে দুটি ডিভাইসে কানেক্ট করা যাবে ইয়ারবাডটি। মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি রয়েছে এই ডিভাইসে।
ইন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট পাওয়া যাবে। ১০ মিলিমিটারের ডুয়াল ড্রাইভার্স রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড মাইকের সেটআপ। এই মাইকেই রয়েছে এআই যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এর ফলে ফোন এলে এবং ফোনের সঙ্গে ইয়ারবাডস সংযুক্ত থাকলে ইউজার একদম স্পষ্ট শব্দ শুনতে পাএন। আশপাশের আওয়াজে অসুবিধা হবে না।
গুগল ফাস্ট পেয়ারিং ফিচার থাকায় এই ইয়ারফোন দ্রুত পেয়ারিং করতে সুবিধা হবে। ইউএসবি টাইপ-সি কেবল দিয়ে চার্জ দেওয়া সম্ভব এই ইয়ারফোনে। ওজনেও এই ইয়ারফোন বেশ হাল্কা, ৪৫ গ্রাম। গেম খেলার জন্য বোট নির্ভানা এক্স ইয়ারবাডসে যে বিস্ট মোড রয়েছে তার সাহায্যে ইউজারদের গেমিংয়ের সময় সুবিধা হবে। ভিডিও এবং অডিওর মধ্যে কোনো ব্যবধান তৈরি হবে না। ফলে ইউজারদের অভিজ্ঞতা ভালো হবে।
বোটের নতুন এই ইয়ারবাডস একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। পানিতে যেহেতু এই ডিভাইস সহজে নষ্ট হবে না, তাই রাস্তাঘাটে আপনি ব্যবহার করতে পারবেন এই ইয়ারবাডস। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে বোটের নতুন ইয়ারবাডসে। মাত্র ১৫ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ২ ঘণ্টা। মোট চারটি রঙে ভারতের বাজারে ইয়ারবাডসের দাম ২ হাজার ৭৯৯ রুপিতে পাওয়া যাবে ইয়ারবাডটি।