বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই পদক্ষেপকে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির কৌশল হিসেবে বিবেচনা করছে ঢাকা।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এই ঘোষণা দেন।
হাইকমিশনার বলেন, ‘ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্যই এই পদক্ষেপ।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে এবং এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ভিসা সহজীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইকবাল হুসেইন খান জানান, ভিসা প্রক্রিয়া যাতে আরও সহজ হয়, সেজন্য ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে অনলাইন ভিসা আবেদন কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ভিসা প্রাপ্তি প্রক্রিয়া হবে স্বচ্ছ, দ্রুত এবং গ্রাহকবান্ধব।
জিটিসিসিআই-এর সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলি আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর হাইকমিশনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা সহনশীলতা বাড়লে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় বৃদ্ধি পাবে।
বাংলাদেশ হাইকমিশনার আরও জানান, ইতিমধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু হয়েছে, যা দুই দেশের ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে।