ইসরায়েলকে ‘দানব’ আখ্যা, মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাজ্য

আরিফুল ইসলাম , প্রকাশ:21 মে 2025, 11:00 দুপুর
news-banner
গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং পশ্চিম তীরের কয়েকজন ইহুদি বসতিবাসীর ওপর নতুন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। খবর রয়টার্স।


ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে গাজায় নতুন অভিযান শুরুর ঘোষণা দেয়। গাজার চিকিৎসা সূত্র বলছে, গত আট দিনে ইসরায়েলি হামলায় ৫০০-র বেশি মানুষ নিহত হয়েছে। মার্চ মাসের শুরু থেকে ইসরায়েল গাজায় চিকিৎসা সামগ্রী, খাদ্য এবং জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে। এর ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আসন্ন দুর্ভিক্ষের আশঙ্কা বারবারই প্রকাশ করে আসছেন। সোমবার কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেলেও তা এখনো বণ্টনের অনুমতি পায়নি।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ‘এই অভিযান একটি অন্ধকার নতুন অধ্যায়ের সূচনা করেছে।‘ তিনি ইসরায়েলকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান এবং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বক্তব্যের কঠোর নিন্দা জানান। স্মোট্রিচ গাজাকে উচ্ছেদ করে অন্য দেশে স্থানান্তরের কথা বলেছিলেন।

ক্ষুব্ধ ল্যামি বলেন, ‘এটি চরমপন্থা। এটি বিপজ্জনক। এটি জঘন্য এবং দানবীয়। আমি এটিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। এই সামরিক অভিযান যুক্তরাজ্য ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের নীতির সঙ্গে সম্পূর্ণ বেমানান।‘

তিনি ঘোষণা করেন— ‘আজ আমি জানাচ্ছি, আমরা এই ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছি।‘

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্রিটেন বহুদিন ধরেই আলোচনায় অগ্রগতি করেনি। ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয়েছে ৭৭ বছর আগে। বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।‘

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্স ও কানাডার সঙ্গে এক যৌথ বিবৃতিতে গাজায় হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এই সহিংসতার মাত্রা দেখে আমি স্তব্ধ।‘

গত বছর ব্রিটেন ইসরায়েলের কাছে অস্ত্র রফতানির ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করে। কারণ, এসব সরঞ্জাম আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার হতে পারে—এমন আশঙ্কা করা হয়।

মঙ্গলবার ব্রিটেন আরো কিছু ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় যুক্ত বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালেই বেশ কিছু বসতি স্থাপনকারী ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটেন।

মুল্যবান মন্তব্য করুন